নোরা‘র পর এবার বিশ্বকাপ মাতাতে যাচ্ছেন শাহরুখ-দীপিকা
সাদাকালো নিউজ
অবশেষে পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। ২৫ জানুয়ারি মুক্তি পাবে তার ‘পাঠান’ সিনেমা। এই ছবির প্রথমে টিজার প্রকাশ, শুটিং সেটের ছবি ফাঁস, এরপরেই গান দিয়ে উত্তাপ ছড়িয়েছেন কিং খান ও দীপিকা পাড়ুকোন।
গত ১২ই ডিসেম্বর মুক্তি পায় এ সিনেমার প্রথম গান ‘বেশরম রং’। এ গান প্রকাশের পর থেকেই ছড়িয়ে পরে নেট দুনিয়ায়। মুক্তির পর গানটি যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি নাচ ও নকলের অভিযোগে তৈরি হয়েছে বিতর্ক।
সব আলোচনা-সমালোচনা পেছনে ফেলে প্রচারের কাজে ব্যস্ত ‘পাঠান’ টিম। আর এই ‘পাঠান’ নিয়েই শাহরুখ খান এবার হাজির হচ্ছেন কাতার বিশ্বকাপের মাঠে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচে শাহরুখ উপস্থিত হয়ে এ সিনেমার প্রচার চালাবেন।
গোটা বিশ্বে কিং খানের অসংখ্য ভক্ত রয়েছে। আর তাদের অফিশিয়াল একটি ফ্যান ক্লাবও রয়েছে। ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাবের’ ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে এমন তথ্য জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি পাঠান সিনেমার টিম।
দীর্ঘ চার বছর পর এ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ফিরছেন শাহরুখ খান। স্বাভাবিকভাবে এ সিনেমা বক্স অফিসে হিট না হলে চ্যালেঞ্জের মুখে পড়ে যাবেন নায়ক। কারণ এর আগে ধারাবাহিকভাবে ফ্লপ সিনেমা জমা হয়েছে শাহরুখের ঝুলিতে। এই দুর্দিন কাটাতে শাহরুখ খানও এখন মরিয়া।
তবে এবারি প্রথম নয়, এর আগেও খেলার মাঠে সিনেমার প্রচার চালিয়েছেন শাহরুখ খান। ২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ চলাকালে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার প্রচার করেন বলিউড বাদশা।
এদিকে কাতার বিশ্বকাপের কাঙ্খিত ফাইনাল ঘনিয়ে এসেছে। ইতোমধ্যে আর্জেন্টিনা ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। আগামী ১৮ই ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গ্রেটেস্ট শো অন আর্থ’র জমকালো ফাইনাল।
কয়েক দিন আগেই শোনা গেছে, এবারের বিশ্বকাপের ফাইনালে ট্রফি উন্মোচন করবেন দীপিকা পাড়ুকোন। যিনি ‘পাঠানের’ নায়িকা। এ কারণে শাহরুখের উপস্থিতির সম্ভাবনা আরও গাঢ় হয়েছে। এখন দেখার অপেক্ষা, শাহরুখ-দীপিকা সত্যিই লুসাইল স্টেডিয়ামে বিশেষ চমক হিসেবে হাজির হন কিনা।