নেটফ্লিক্সের গ্রাহক আরও কমেছে
সাদাকালো নিউজ
ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের গ্রাহক আরও কমেছে। এবার যুক্তরাষ্ট্র থেকে ১১ হাজারের বেশি গ্রাহক এই প্ল্যাটফর্ম থেকে সরে গেছে বলে জানিয়েছে ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডট কম। তবে নেটফ্লিক্স আশা করছে অ্যাড সাপোর্টিভ প্ল্যান চালু করার পরে প্ল্যাটফর্মটিতে নতুন করে ২০ লাখ গ্রাহক যুক্ত হতে পারে।
কিছুদিন ধরেই প্রতিষ্ঠানটি তাদের গ্রাহক সংখ্যা বাড়াতে একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে। অ্যাড সাপোর্টিভ প্ল্যান চালু করার আগে সংস্থাটি একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই প্রতিবেদনে বলা হয়, নেটফ্লিক্স ২০২২ সালের মাঝামাঝি সময়ে ২ লাখ গ্রাহক হারিয়েছিল। তবে সে বছরের দ্বিতীয়ার্ধে কিছু গ্রাহকের পরিমাণ বৃদ্ধির পর হঠাৎ করেই আবার কমে যায়। তবে বর্তমানে সংস্থাটি দাবি করেছে, অ্যাড সাপোর্টিভ প্ল্যান চালু করার পরে, সংস্থাটিতে নতুন গ্রাহক যুক্ত হয়েছে। আর বেশ কিছুদিন আগেই কোম্পানিটি তাদের প্ল্যানের দামও কমিয়েছিল। তারপরে আরও নতুন গ্রাহক এসেছে কি না সে সম্পর্কেও একটি তথ্য দিয়েছে কোম্পানিটি।
এদিকে রিফিনিটিভ ১৬ গবেষকের মতে, নেটফ্লিক্সে চলতি বছরের এপ্রিল-জুনের মধ্যে ৩৪ লাখ গ্রাহক যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি ইতোমধ্যেই ভারতে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য বাজারে তার সাবস্ক্রিপশন প্ল্যানের দাম কমিয়েছে।