‘নীরা’ রূপে ধরা দিলেন মিম
সাদাকালো নিউজ
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। একের পর এক ছবি দিয়ে পর্দা মাতাচ্ছেন এই অভিনেত্রী। গেল বছর ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমা দিয়ে আলোচনার তুঙ্গে ছিলেন এই নায়িকা। একিসঙ্গে অভিনেতা শরিফুল রাজের সঙ্গেও নাম জড়িয়েছিলো মিমের। যদিও সবকিছু অস্বীকার করেছেন নায়িকা। আলোচনা-সমালোচনা পাশ কাটিয়ে এখন নিজের দ্যুতি ছড়িয়ে চলছেন।
সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব বিদ্যা সিনহা মিম। সিনেমার মতো সেখানেও নজর কাড়েন। ভক্তদের মাতিয়ে রাখতে প্রতিনিয়ত বিভিন্ন লুকের ছবি পোস্ট করেন। বিভিন্ন সময় স্ট্যাটাসের মাধ্যমে তুলে ধরেন নানান ঘটনার চিত্র। এমনকি মন্তব্যের ঘরে মিমের রূপের প্রশংসায় পঞ্চমুখ হয় সবাই।
বিদ্যা সিনহা মিম হিন্দু ধর্মের অনুসারী- এ কথা সবার জানা। এ ধর্মের উৎসবগুলো চুটিয়ে উপভোগও করেন নায়িকা। যা তার ফেসবুকের পাতায় চোখ বোলালেই বোঝা যায়। সেই মিমেই এবার ধরা দিলেন মুসলিমদের পোশাক হিজাবে।
১৪ই মার্চ মিমের ফেসবুক প্রোফাইলে আপলোড করা ছবিগুলো দেখলে চোখ কপালে উঠতে পারে যে কারো। কারণ ছবিটিতে মুসলিম নারীর পবিত্রতার প্রতীক হিজাব পরা অবস্থায় দেখা গেছে নায়িকাকে। ছবিতে সুন্দরী অভিনেত্রীকে আরও সুন্দরী লাগছে।
ছবিগুলো পোস্ট হতেই ছড়িয়ে পরে নেটদুনিয়ায়। শুরু হয় ফিসফাস। কেউবা মিমকে বাহবা দিচ্ছেন, আবার কেই করছেন সমালোচনা। কেউ আবার প্রশ্ন তুলেছেন- হিন্দু ধর্মের হয়ে হিজাব পরে কেন ছবি পোস্ট করলেন মিম? তবে কি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ছবিগুলো তার অভিনীত ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’ এর নীরা চরিত্রের দৃশ্য থেকে নেয়া। ফেসবুকে ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী মিমও এমনটাই জানিয়েছেন।
ছবি প্রসঙ্গে মিম বলেন, এই প্রথম হইচয়ের সঙ্গে কাজ করেছি। সিরিজে ‘নীরা’ নামের সহজ-সরল একজন মহিলার চরিত্রে অভিনয় করেছি আমি। সে তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জটিলতার মধ্য দিয়ে যায়। দর্শকরা এই ‘নীরা’ চরিত্রকে খুব এন্টারটেইনিং খুঁজে পাবেন বলে আশা করছি।
‘মিশন হান্টডাউন’ সিরিজটি যৌথভাবে নির্মাণ করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। অ্যাকশন- থ্রিলারধর্মী এই ওয়েব ফিল্মটির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন এফএস নাঈম।