নির্বাচন নিয়ে তৃণমূলকে বিশেষ বার্তা দেবেন শেখ হাসিনা
সাদাকালো নিউজ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতিসহ বিশেষ বার্তা দিতে আওয়ামী লীগের সর্বস্তরের শীর্ষ নেতৃবৃন্দ ও দলীয় সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের নিয়ে বসতে যাচ্ছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে আগামী ৬ আগস্ট গণভবনে বিশেষ বর্ধিত সভা আহ্বান করা হয়েছে শাসকদলের পক্ষ থেকে।
আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা জানান, মূলত আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের নেতাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন দলীয় প্রধান শেখ হাসিনা। নির্বাচনের জন্য দলীয় নেতাদের চাঙ্গা করে সংগঠনকে ঐক্যবদ্ধ ও গতিশীল করা এর অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি তৎপরতা ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তৃণমূলের নেতাদের বিশেষ কিছু বার্তা দেবেন দলীয় প্রধান। এ ছাড়া দলীয় মনোনয়নকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে বক্তব্য না দেওয়ার কঠোর নির্দেশনা দিয়ে দলীয়ভাবে যাকে মনোনয়ন দেওয়া হবে তার জন্য কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে বলা হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নির্বাচনকে সামনে রেখে এই বৈঠক ডাকা হলেও, সমসাময়িক রাজনীতি, দেশি-বিদেশি তৎপরতা ও নির্বাচন বানচালের মতো গভীর ষড়যন্ত্র সম্পর্কে তৃণমূলের নেতাদের অবহিত করে সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হবে। নির্বাচন পর্যন্ত কীভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে এবং নির্বাচনী প্রচারের ওপর বিশেষ বার্তা দেবেন। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরবেন আমাদের নেত্রী। দল ক্ষমতায় না এলে কেউ ভালো থাকবে না- সেই বিষয়টিও স্মরণ করিয়ে দেওয়া হবে এই বৈঠক থেকে। ঢাকা থেকে ফিরে গিয়ে আগস্টের শুরুর দিন থেকে শোকের মাসের কর্মসূচিসহ সকল কার্যক্রম এই সভায় দেওয়ার নির্দেশনা অনুযায়ী পরিচালনা করতে হবে। সব মিলিয়ে নির্বাচনকে সামনে রেখে একটা ‘গাইডলাইন’ দেওয়া হবে এই বিশেষ বর্ধিত সভা থেকে।
দলীয় সূত্রে জানা গেছে, বর্ধিত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটি, জেলা-উপজেলা-পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সংসদ সদস্য, সিটি করপোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এই বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। এ লক্ষ্যে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্টদের নামের তালিকা দলীয় সভাপতির কার্যালয়ে জমা দিতে গত ২০ জুলাই একটি চিঠি সারা দেশে পাঠিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৈঠক প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য কাজী জাফরউল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, যেহেতু জাতীয় নির্বাচন খুব কাছে চলে এসেছে, তাই নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সভাপতি নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন। এজন্যই বিশেষ বর্ধিত সভা ডাকা হয়েছে। নির্বাচনকেন্দ্রিক সাংগঠনিক কার্যক্রম বিশেষ করে কর্মপরিকল্পনা দলের সর্বস্তরের নেতাকর্মীদের সামনে তুলে ধরবেন আমাদের দলের সভাপতি।
বৈঠকের বিষয়ে সভাপতিমণ্ডলীর আরেক সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের নেতাকর্মীদের সঙ্গে দলীয় প্রধান শেখ হাসিনার এই বিশেষ বর্ধিত সভা বিশেষ গুরুত্বপূর্ণ। নির্বাচনকে কেন্দ্র করে তিনি বিশেষ কিছু বার্তা দেবেন। দলের কোন জায়গার কী অবস্থা। তিনি তৃণমূলের নেতাদের কাছ থেকে জানতে চাইবেন। সেই অনুযায়ী নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে ও নির্বাচন বানচালের জন্য বিএনপি-জামায়াতসহ একটি পক্ষ আন্দোলনের নামে নানা ষড়যন্ত্র শুরু করেছে। এ ছাড়া আগামী নির্বাচনকে ঘিরে বিদেশি কূটনীতিকদের তৎপরতাও বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের প্রধান শক্তি তৃণমূলকে ঐক্যবদ্ধ করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ বিষয়টিকে সামনে রেখে দলীয় প্রস্তুতি নেওয়ার অংশ হিসেবে এই বর্ধিত সভা আহ্বান করা হয়েছে।