‘নির্বাচনে অংশগ্রহণ বিএনপির জন্য মঙ্গলজনক’
সাদাকালো নিউজ
বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে সেটি তাদের জন্য এবং গণতন্ত্রের জন্যও মঙ্গলজনক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন থেকে পালিয়ে বেড়ানো বিএনপির জন্য শুভ নয়। বিএনপির বুঝতে হবে, নির্বাচন বিমুখ হওয়া গণতন্ত্র থেকে বিমুখ হওয়ার শামিল। আন্দোলনের অংশ হিসেবে তারা সিটি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিতে পারতো।
দ্রব্যমূল্যের বিষয়ে মন্ত্রী বলেন, ইউরোপের অনেক দেশে প্রয়োজনীয় পণ্যের সংকট রয়েছে। কিন্তু, দেশে কোনো পণ্যের সংকট নেই। অসাধু ব্যবসায়ীরা সুযোগ বুঝে পণ্যের সংকট এবং দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। এটি দুঃখজনক।
প্রথম আলো প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা খাটো করে প্রতিবেদন করার জন্য প্রথম আলোর পক্ষ থেকে এখনো দুঃখ প্রকাশ করা হয়নি। প্রথম আলোর বিরুদ্ধে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, দেশের অনেক মানুষ বিবৃতি দিয়েছে। যারা প্রথম আলোর পক্ষে বিবৃতি দিয়েছে, তাদের এসব বিবৃতি অনেকটাই কিনে নেয়া হয়েছে।