নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিলাসিতা নয়
সাদাকালো নিউজ
অ্যাকুইজিশন অ্যান্ড লজিস্টিক এগ্রিমেন্ট (আকসা) এবং জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিসমিয়া) চুক্তি নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আলোচনা করছে। কিন্তু নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও ধরনের সামরিক চুক্তি করতে চায় না বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়ের পর ‘জিসমিয়া’ ও ‘আকসা’ নিয়ে সরকারের অবস্থান কী, এই প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘নির্বাচনের আগে মনে হয় না আমাদের বিলাসিতা আছে যে বিভিন্ন রকম চুক্তি করবো। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও ধরনের সামরিক চুক্তি করতে চায় না বাংলাদেশ।’
উল্লেখ্য, অ্যাকুইজিশন অ্যান্ড লজিস্টিক এগ্রিমেন্ট (আকসা) এবং জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিসমিয়া) চুক্তির খসড়া বাংলাদেশকে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। তবে বিষয়টি এখনও সরকারের বিবেচনাধীন আছে।