নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না শাহরুখের ‘জওয়ান
সাদাকালো নিউজ
‘পাঠান’ ঝড়ের পর শাহরুখ খানের পরবর্তী সিনেমার ‘জওয়ান’-এর জন্য যেন ব্যাকুলতা বেড়েছে ভক্ত-অনুরাগীদের। অপেক্ষায় দিন গুনছেন তারা। তবে মনে হচ্ছে, তাদের আরও একটু বেশি সময়ই অপেক্ষা করতে হবে। কারণ সিনেপাড়ায় গুঞ্জন, পিছিয়ে যাচ্ছে সিনেমাটির মুক্তি। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক রমেশ বালার বরাত দিয়ে এমন তথ্যই জানিয়েছে ।
পূর্ব নির্ধারিত দিন অনুয়ায়ী ‘জওয়ান’ চলতি বছর জুনের ২ তারিখ মুক্তির কথা। তবে রমেশ বালা টুইট করে জানিয়েছেন, জুনের বদলে অক্টোবরে সিনেমাটি মুক্তি পাবে। এদিকে অক্টোবর পূজার মৌসুম। আবার ২৪ অক্টোবর ‘দশেরা’। শোনা যাচ্ছে, ‘দশেরা’র সপ্তাহেই মুক্তি পাবে সিনেমাটি।
২০২১ সালে শুরু হয় ‘জওয়ান’-এর শুটিং। এরপর বেশ কয়েক দফায় দেশের বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে। মাসখানেক আগে আবারও সিনেমাটির শুটিংয়ে যোগ দেন শাহরুখ। শাহরুখ ছাড়াও এতে গুরত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করছেন, বিজয় সেতুপতি, নয়নতারা ও প্রিয়মণির মতো দক্ষিণী তারকারা। অ্যাটলির পরিচালনায় এই সিনেমাটির ফার্স্ট লুকেই চমকে দিয়েছিলেন শাহরুখ। পোস্টারে মুখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে কিং খানকে।
এদিকে কিছুদিন আগে শাহরুখের ধুন্ধুমার অ্যাকশনের এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তাতে মুগ্ধ হন অনুরাগীরা। দাবি করা হয়, ‘জওয়ান’ সিনেমার সেটেই এমন অ্যাকশনের মেজাজে ছিলেন বলিউড বাদশা।