নিম্নমুখী সয়াবিনের দর
সাদাকালো নিউজ
আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দর নিম্নমুখী হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দাম কমেছে। হঠাৎ এ নিম্নমুখিতা তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, সিবিওটিতে আগামী মে মাসের সয়াবিনের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি বুশেলের দর স্থির হয়েছে ১৪ ডলার ৯৬ সেন্ট।
চলতি সপ্তাহের শুরুতে যা ছিল ১৫ ডলার ০৬ সেন্ট। এরপর থেকে সপ্তাহজুড়ে তেলবীজটির দাম বাড়ছিল। অবশেষে যার দরপতন ঘটলো।
বিশ্বের অন্যতম শীর্ষ সয়াবিন রপ্তানিকারক আর্জেন্টিনা। তবে চলতি বছর তীব্র খরায় দেশটিতে তেলবীজটির উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে সেখানে থেকে রপ্তানি কমায় বিশ্ববাজারে সরবরাহ কমার উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বিশ্বের শীর্ষ সয়াবিন রপ্তানিকারক ব্রাজিলে এবার রেকর্ড পরিমাণ উৎপন্ন হয়েছে। বিশ্ববাজারে সরবরাহও বাড়িয়েছে দেশটি। এতে উৎকণ্ঠা কমেছে। ফলে তেলবীজটির দরপতন ঘটেছে।