নিপুন ও জায়েদ খানকে আদালতের কঠোর বার্তা
নাফিজা আক্তার
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বসা নিয়ে চেম্বার আদালতের দেয়া সর্বশেষ আদেশ কঠোরভাবে মেনে চলার জন্য নিপুন আক্তার ও জায়েদ খানকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
নিপুন আক্তারের আবেদনে গত ৬ মার্চ হাইকোর্টের রায় স্থগিত করে স্থিতাবস্থা দেন চেম্বার আদালত। এরপর নিপুন সমিতির চেয়ারে বসলে তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন জায়েদ খান। আজ সোমবার সে আবেদনের শুনানির পর তা চার সপ্তাহের জন্য মুলতবি রেখে এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ।
জায়েদ খানের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করীম ও নাহিদ সুলতানা যুথী। নিপুন আক্তারের পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ।
আদেশের পর আইনজীবী আহসানুল করীম সাংবাদিকদের বলেন, চেম্বার আদালত যে আদেশ দিয়েছেন সেটা ‘স্ট্রিকলি’ ফলো করতে বলেছেন। এর ফলে স্থিতাবস্থার আগে জায়েদ খান অফিসে বসে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। সুতরাং স্থিতাবস্থা অনুযায়ী জায়েদ খান এই চেয়ারে কন্টিনিউ করবেন।’
তবে নিপুনের আইনজীবীর দাবি, হাইকোর্টের রায় স্থগিত করে চেম্বার আদালত স্থিতাবস্থা দেয়ায় নিপুন আক্তার সমিতির সাধারণ সম্পাদক থাকবেন।