নিপুনদের সঙ্গে মিলে গেছেন মিশা-জায়েদ প্যানেলের অঞ্জনা
নাফিজা আক্তার
চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে জিতে টানা তৃতীয়বারের মতো কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা রহমান। তবে এবার ভোটে জেতার পর তিনি বিপক্ষ প্যানেলের ইলিয়াস কাঞ্চন-নিপুনদের সঙ্গে মিলে গেছেন বলে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন চলছে।
কিন্তু এমন গুঞ্জনের কারণ কী? গত কয়েক দিনে ঘটে যাওয়া একাধিক ঘটনাকে এই গুঞ্জনের উৎস হিসেবে মনে করা হচ্ছে।
ভোটে জেতার ১৮ দিন পর গত ১৬ ফেব্রুয়ারি এফডিসিতে শপথ নেন অঞ্জনা। তাকে শপথ পড়ান শিল্পী সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন। অঞ্জনাই প্রথম মিশা-জায়েদ প্যানেল থেকে শপথ নেন এবং সেদিন এই প্যানেলের আর কেউই উপস্থিত ছিলেন। তিনি একা শপথ নেন। গুঞ্জনের সূত্রপাত সেদিন থেকেই।
এরপরে গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে শিল্পী সমিতিতে নারী শিল্পীদের জন্য বিশেষ আয়োজন করেন চিত্রনায়িকা নিপুন আক্তার। সেই আয়োজনে মিশা-জায়েদ প্যানেল থেকে বিজয়ী পাঁচ নারী সদস্যের মধ্যে একমাত্র অঞ্জনাই উপস্থিত ছিলেন। নিপুনদের সঙ্গে তিনি দুপুরের খাবারও খান এবং ওই আয়োজনের জন্য নিপুনের ভূয়সী প্রশংসাও করেন।
এরপর ১৩ মার্চ নিপুন তার প্যানেল থেকে বিজয়ীদের সঙ্গে নিয়ে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দুপুরে খাওয়া দাওয়াও করেন। সেখানেও নিপুন-রিয়াজদের সঙ্গে উপস্থিত ছিলেন মিশা-জায়েদ প্যানেল থেকে বিজয়ী অঞ্জনা। অভিনেত্রী নিজের ফেসবুকে সেই ছবি পোস্টও করেন।