নিজ হাতে যত টাকা টোল দিয়ে পদ্মা সেতু পার হলেন প্রধানমন্ত্রী
মিরাজ হোসাইন
সাদাকালো নিউজ
বাংলার ১৭ কোটি মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। উন্মোচিত হলো যোগাযোগের নতুন দিগন্ত। এ যেন বাঙালির স্বপ্ন ও সাহসের জয়। সেই সঙ্গে খুলে গেলো আরও শত সহস্য স্বপ্নের দুয়ার। শনিবার বেলা ১২টার দিকে মাওয়া প্রান্তে নিজ হাতে প্রথম টোল দেয়ার পরে স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদ্মা সেতু উদ্বোধনের পর গাড়িবহর নিয়ে সেতু পাড়ি দেন প্রধানমন্ত্রী। জানা গেছে, প্রধানমন্ত্রীই প্রথম ব্যক্তি যিনি টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছেন। প্রথমবারের মতো বঙ্গবন্ধুকন্যাকে টোল গুণতে হয়েছে ৭৫০ টাকা। নিজের গাড়ি বহরের সবকটির টোলও দিয়েছেন তিনি। এজন্য সরকারপ্রধানকে আরও দিতে হয়েছে ১৬ হাজার ৪০০টাকা।
এদিন সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরাও বাসে করে পাড়ি দিয়েছেন পদ্মা সেতু। দুটি কোম্পানির ১৩টি বাস পদ্মা সেতু পাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয়।
এদিন দুপুরের দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে জানান, টোল দিয়ে পদ্মা সেতু পার হচ্ছি। তিনি সঙ্গে টোলের মানি রিসিপ্টের একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় দুই হাজার টাকা টোল পরিশোধ করা হয়েছে বাসের জন্য।
গমনাগমের এই পর্ব দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে দুটি বাসে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও উপদেষ্টারা এবং এরপর তিনটি বাসে বিদেশি কূটনৈতিকরা প্রধানমন্ত্রীর ফলক ও ম্যুরাল উদ্বোধনের স্থানে যায়।