‘নিখোঁজ’ শতাব্দী ওয়াদুদ, খুঁজছে পরিবার
নাফিজা আক্তার
একটি ছিমছাম ছুটির দিনে ফারুক আহমেদ তার পরিবারের সঙ্গে দুপুরে খেতে বসেছেন। ঠিক তখন ঘটে এমন এক ঘটনা যা তাদের জীবনকে একদম পালটে দেয়। একদল অচেনা লোক পুলিশের পরিচয়ে বাড়িতে ঢুকে ধরে নিয়ে যায় ফারুক আহমেদকে। হতবাক হয়ে যায় পুরো পরিবার ও প্রতিবেশীরা।
এই ঘটনার পর ফারুক সাহেবের মেয়ে সাফিয়া তার নিখোঁজ বাবাকে খুঁজতে থাকে। দিন যায়, সপ্তাহ, মাস বছর যায়। কিন্তু নিখোঁজ ফারুক আহমেদের খোঁজ আর মেলে না। তাঁকে কি খুঁজে পাবে তার সন্তানেরা?
এমনই এক ফ্যামিলি ড্রামা ও থ্রিলার ঘরানার গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘নিখোঁজ’। এটি পরিচালনায় রয়েছেন রিহান রহমান। ৬ পর্বের তারকাবহুল এ সিরিজের মাধ্যমে বহুদিন পর পর্দায় দেখা যাবে গুণী অভিনেত্রী আফসানা মিমিকে। এর মাধ্যমেই ওয়েব দুনিয়ায় অভিষেক হবে তার।
এরই মধ্যে চরকি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে নিখোঁজ-এর টিজার প্রকাশ করেছে। আগামী ১৭ মার্চ রাত ৮টায় চরকিতে দেখা যাবে এই সিরিজটি। পরিচালক রিহান রহমান এর আগে ওয়েব ফিকশন, টিভিসি তৈরি করলেও নিখোঁজ চরকির জন্য বানানো তার প্রথম সিরিজ।
দেশের একটি গণমাধ্যমকে পরিচালক রিহান রহমান বলেন, ‘এর আগে ওয়েব ফিকশন, টিভিসি তৈরি করলেও এই প্রথম ওয়েব সিরিজ বানালাম। এখানে আমি একটা ভিন্ন গল্প বলার চেষ্টা করেছি। আশা করি দর্শকের ভালো লাগবে।’