নায়িকা হয়েই দুনিয়া ছাড়বো: নূতন
তানজিলা ফাহিম
ঢাকাই সিনেমার সোনালি যুগে দারুন জনপ্রিয়তার সঙ্গে কাজ করেছেন তিনি। এফডিসিতে ছিলো তাঁর তুমুল কর্মব্যস্ততা। এখন অভিনয়ে নিয়মিত নন, এফডিসিতেও তেমন আসেন না। সবশেষ শিল্পী সমিতির নির্বাচনে দেখা গেছে তাঁকে।
বলছি ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নূতনের কথা। তাঁর আসল নাম ফারহানা আমিন রত্না। তবে সবার কাছে নূতন নামেই পরিচিত তিনি। এই নামেই সিনেমার নায়িকা হয়েছেন, খ্যাতি কুড়িয়েছেন।
১৯৫৬ সালের ৫ মার্চ ময়মনসিংহের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন নূতন। ১৯৬৯ সালে মাত্র ১৩ বছর বয়সে সিনেমায় আসেন তিনি। তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘নতুন প্রভাত’। দীর্ঘ ক্যারিয়ারে তিন শতাধিক সিনেমায় কাজ করেছেন নতূন।
১৯৯১ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘স্ত্রীর পাওনা’ চলচ্চিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন নূতন। এই ছবির মাধ্যমে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও ঘরে তোলেন। এছাড়াও কর্মজীবনে তিনি বাচসাস পুরস্কারসহ আরও অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
নতূনের আরেকটি পরিচয় হলো, তিনি একজন সফল চলচ্চিত্র প্রযোজক। বড় বোন গীতার হাত ধরে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। চলচ্চিত্রে অভিনয়ের আগে থেকেই তিনি গান, নাচ ও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন।
বর্তমানে চলচ্চিত্রে নিয়মিত না হলেও নিজেকে নায়িকাই মনে করছেন তিনি। এমনকি ৬৬ বছর বয়সী এই অভিনেত্রী নায়িকা হিসেবেই শেষ নিঃশ্বাস ছাড়তে চান ।