নায়ক ফেরদৌসের বাজিমাত!
রাকিবুল ইসলাম
টান টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আলোচিত এই নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে টানা তৃতীয় মেয়াদে আবারও নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। তবে এই নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।
চিত্রনায়ক ফেরদৌস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যকরী পরিষদ সদস্য পদে নির্বাচন করে সর্বোচ্চ ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তবে এবারের নির্বাচনে শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক চাপের কারণে শুরু থেকে মাঠে ছিলেন না ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত এই নায়ক। তিনি ২৫ তারিখ থেকে নির্বাচনে সক্রিয় হন। এরপরেও সর্বাধিক ভোট পাওয়ার নজির গড়লেন।
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক ফেরদৌস। বহু দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। ১৯৭৬ সালের ৭ জুন কুমিল্লার তিতাসে জন্মগ্রহণ করেন তিনি। ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা শেষ করেছেন।
ফেরদৌসের ক্যারিয়ার শুরু হয় একজন র্যাম্প মডেল হিসেবে। খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের হাত ধরেই তার পথচলা শুর হয়। সিনেমায় ফেরদৌসের আগমন ঘটে নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর মাধ্যমে। নৃত্যনির্ভর ‘নাচ ময়ূরী’ নামের একটি সিনেমায় ফেরদৌসকে যুক্ত করেন। কিন্তু সে সিনেমা শেষ করতে পারেননি আমির হোসেন বাবু।
এরই ফাঁকে প্রয়াত হন নব্বই দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ। তার একটি অসমাপ্ত সিনেমা ছিলো ‘বুকের ভেতর আগুন’। ছটকু আহমেদ পরিচালিত ওই সিনেমায় সালমানের জায়গায় অভিনয় করেন তিনি। আত্মপ্রকাশের এক বছর পর ১৯৯৮ সালে ভারতের নির্মাতা বসু চ্যাটার্জির নির্মাণে যৌথ প্রযোজনার সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’তে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান ফেরদৌস। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে।
ফেরদৌস অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘পৃথিবী আমারে চায় না’, ‘চুপি চুপি’, ‘এই মন চায় যে’, ‘সবার উপরে প্রেম’, ‘প্রেমের জ্বালা’, ‘বউ-শাশুড়ির যুদ্ধ’, ‘প্রাণের মানুষ’, ‘চন্দ্রকথা’, ‘খায়রুন সুন্দরী’, ‘দুই নয়নের আলো’, ‘ফুলের মত বউ’, ‘গেরিলা’, ‘এক কাপ চা’, ‘বৃহন্নলা’, ‘ব্যাচেলর’, ‘আমার স্বপ্ন তুমি’, ‘আমার আছে জল’ ইত্যাদি।
দক্ষ অভিনেতা হিসেবে দারুণ পরিচিতি রয়েছে ফেরদৌসের। সফল ক্যারিয়ারে তিনি সেরা অভিনেতা হিসেবে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া একবার বাচসাস পুরস্কার ও তিনবার মেরিল প্রথম আলো পুরস্কারে ভূষিত হয়েছেন।
ব্যক্তিগত জীবনে ফেরদৌস বিয়ে করেছেন তানিয়াকে। ২০০৩ সালের ৯ ডিসেম্বর তাদের বিয়ে হয়। নুহজাত ফেরদৌস ও নুজরান ফেরদৌস নামে দুই সন্তানকে নিয়ে তাদের সুখের সংসার।