নারী বিশ্বকাপে সপ্তমবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
সাদাকালো নিউজ
নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়ে সপ্তমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া।
অজিদের দেওয়া ৩৫৭ রানের বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে ২৮৫ রানেই থামে যায় ইংল্যান্ডের ইনিংস।
বড় টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দাড়াতেই পারেনি ইংল্যাডের ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট পান আলানা কিং ও জেস জোনাসেন।
এর আগে টসে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিং নেয় ইংল্যান্ড। ইনিংসের শুরু থেকেই মারমুখী হয়ে খেলতে থাকেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি ও রাচেল হেইনস। তাদের প্রথম জুটি থেকেই আসে ১৬০ রান। বেথ ও হিলির জুটি থেকে আসে ১৫৭ রান।
অ্যালিসা হিলি যখন ১৭০ রানে ফিরে যান তখন স্কোর বোর্ডে তিন শতাধিক রান জমা পড়ে। আর এ বিশাল সংগ্রহ তাড়া করতে যেয়ে ২৮৫ রানে গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস।