নারী ফুটবল বিশ্বকাপ শুরুর আগে বন্দুক হামলা, নিহত ৩
সাদাকালো নিউজ
ফিফা নারী ফুটবল বিশ্বকাপ ২০২৩ শুরু হওয়ার প্রাক্কালে আয়োজনকারী দেশ নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডের একটি ডাউন টাউন নির্মাণ সাইটে একজন বন্দুকধারী ২ জনকে হত্যা করেছে।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে হামলাকারীও মারা গেছে এবং গুলির ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ আরও ৬ জন আহত হয়েছেন।
হামলাকারীর কাছে একটি পাম্প একশন শটগান ছিল। পুলিশ জরুরি কল পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি মোকাবিলায় মনোযোগী হয় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। তিনি পুলিশের সাহসী ভূমিকারও প্রশংসা করেছেন।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার সানি প্যাটেল জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে বন্দুকধারী গুলি চালাতে শুরু করে। পরে সে একটি ভবনের ভেতর ঢুকে গেলে পুলিশ সেই ভবনটি ঘিরে ফেলে।
তবে পুলিশ বন্দুকধারীকে গুলি করেছে নাকি সে নিজেই আত্মহত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
যে স্থলে এই ঘটনাটি ঘটেছে, তার কাছে টিম হোটেলে অবস্থান করছিল নরওয়েসহ অন্যান্য ফুটবল দল। তবে এই ঘটনা বিশ্বকাপ সূচিতে কোনো প্রভাব ফেলবে না।
প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেছেন, স্পষ্টতই ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষেরই চোখ এখন অকল্যান্ডের দিকে। সরকার আজ সকালে ফিফা আয়োজকদের সঙ্গে কথা বলেছে এবং টুর্নামেন্ট পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে।
প্রধানমন্ত্রী ক্রিস জোর দিয়ে বলেন, ‘আমি আবারও বলতে চাই যে জাতীয় নিরাপত্তার বৃহত্তর কোনো হুমকি নেই। এটি একজন ব্যক্তির কাজ বলে মনে হচ্ছে।’
তবে পুলিশের ঘেরাও এলাকায় বৃহস্পতিবার বিশ্বকাপের একটি স্বাগত পার্টির আয়োজন করার কথা ছিল। এ ঘটনায় তা স্থগিত হয়েছে।