নানির সিনেমার আয় ১১৫ কোটি ছাড়িয়ে
সাদাকালো নিউজ
নানি ও কীর্তি সুরেশ অভিনীত সিনেমা ‘দসরা’। গত ৩০ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এটি। তেলেগু ভাষার এ সিনেমা মুক্তির প্রথম দিনে বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। ৫ দিনে বিশ্বব্যাপী শতকোটি টাকার বেশি আয় করেছে শ্রীকান্ত ওডেলা পরিচালিত এই সিনেমা।
‘দসরা’ সিনেমা মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৩৮.৪ কোটি রুপি, দ্বিতীয় দিন ১৪ কোটি রুপি, তৃতীয় দিন ১৬.০৫ কোটি রুপি, চতুর্থ দিন ১৫.৫৫ কোটি রুপি ও পঞ্চম দিন ৬.৫ কোটি রুপি। যার মোট আয় ৯০.৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১১৫ কোটি ৯৪ লাখ টাকার বেশি।
সিনেমাটির প্রযোজনা সংস্থা এসএলভি সিনেমাস এক টুইটি জানিয়েছে, চার দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৮৭ কোটি রুপি। এখন ঝড়ের গতিতে ছুটছে ১০০ কোটি রুপির ক্লাবের দিকে।
অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘দসরা’ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন নানি-কীর্তি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— প্রকাশ রাজ, রাজেন্দ্র প্রসাদ, রোশান ম্যাথিউ, সাই কুমার, পুর্ণা প্রমুখ। বড় বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন শুদ্ধকর চেরুকুরি।