নানা উদ্যোগেও বাগে আসছে না মশা
সাদাকালো নিউজ
দেশে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হলেও কার্যকর কোনো উদ্যোগ নেই। বিশেষ করে ঢাকার দুই সিটি করপোরেশন মশা নিধনে নিয়মিত অভিযান, ফগিংসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালালেও ফলাফল শূন্য। কোটি কোটি টাকা খরচ করে মশা নিধনে ব্যর্থ হয়ে এবার ব্যাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস (বিটিআই) নামে কীটনাশক ব্যবহারের উদ্যাগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গু রোগী কাগজে কলমে পাওয়া গেলেও পরিস্থিতি খারাপ হতে থাকে মে মাসের শেষ দিকে। রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে জুলাই মাসজুড়ে। চলতি মাসেও ঊর্ধ্বমুখী আক্রান্ত ও মৃত্যুর হার।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মৃত্যু হলো মোট ২৮৩ জনের। এর ফলে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে গেল চলতি বছরের ৮ মাসেই। এর আগে ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছিল।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ হাজার ৫৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা সিটির হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০১ জন আর ঢাকা সিটির বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৮৮ জন।
নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৫৮৯ জনকে নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হলো মোট ৫৯ হাজার ৭১৬ জন। তাদের মধ্যে ঢাকা সিটির হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ হাজার ৫৬২ জন আর ঢাকা সিটির বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ১৫৪ জন। নতুন করে যে ১০ জন মারা গেছেন তদের মধ্যে ৯ জনই ঢাকার।
ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়লেও দুই সিটির নানা উদ্যোগ বাস্তবে তেমন একটা কাজে আসছে না। শুধু এবারই নয়, প্রতি বছরই ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেলে নানা কর্মসূচি নেয় দুই সিটি। বাড়ানো হয় বাজেটও। তারপরও সংস্থা দুটি মশা মারার ক্ষেত্রে আশানুরূপ সফলতা পায়নি।
গত অর্থবছরে এ খাতে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করেছে সংস্থা দুটি। চলতি অর্থবছরে (২০২৩-২৪) মশা নিয়ন্ত্রণে ১৬৮ কোটি ৫৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে মশা নিধনে ১২১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা করেছে ডিএনসিসি। উত্তরের তুলনায় এবারের বাজেটে ঢাকা দক্ষিণে মশা নিধনে বরাদ্দ কম। দক্ষিণ সিটিতে চলতি অর্থবছরে এ খাতে ব্যয় ধরা হয়েছে ৩১ কোটি ১ লাখ টাকা।
মশা নিধনে শত কোটি টাকা ব্যয় করার পরও আক্রান্ত এবং মৃতের সংখ্যা দিন দিন বাড়ার কারণে ক্ষোভ প্রকাশ করছেন নাগরিকরা। তাদের অভিযোগ, মশা নিধনের নামে প্রতিবছর শত কোটি টাকা খরচের কথা বলছে ডিএনসিসি ও ডিএসসিসি। তারা সঠিক সময়ে, সঠিকভাবে পদক্ষেপ নিতে পারছেন না অথবা তারা মশা মারার নামে টাকা নয়ছয় করছেন।