নাটকীয়তায় শুরু প্রযোজক সমিতির নির্বাচন
সাদাকালো নিউজ
বাংলাদেশ শিল্পী সমিতির পর এবার নাটকীয়তা শুরু হয়েছে প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনকে ঘিরেও। দীর্ঘদিন ধরে নেতৃত্বহীন চলচ্চিত্রের এই মাদার সংগঠন। আগামী ২১ মে সংগঠনটির নির্বাচন। এর মধ্যে শুরু হয়েছে উত্তেজনা। বাতিল হয়েছে চারজনের মনোনয়ন।
নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক সামসুল আলম, মেহেদী সিদ্দিকী মনির ও ড্যানি সিডাক। তবে এবারের নির্বাচনে অংশ নিতে পারবেন না তাঁরা।
সম্প্রতি প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সংবিধান মোতাবেক ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে এই ৪ সদস্য নির্বাচন করতে পারবেন না। এ কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হলো।
তবে খসরু-সামসুলদের মনোনয়নপত্র কেন বাতিল করা হলো, সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে স্পষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে দুই দফায় নির্বাচনে অংশ নেন এই ৪ জন। তাই তাঁরা এবার প্রার্থী হতে পারবেন না। প্রযোজক সমিতির বিধিমালায় এমনটাই বলা আছে। এদিকে নির্বাচনের বৈধ প্রার্থী তালিকায় রয়েছেন ৪০ জন। তাঁর মধ্যে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন মনোয়ার হোসেন ডিপজল, সেলিম খানের মতো প্রার্থীরা।