নাইকিতে হালান্ড
সাদাকালো নিউজ
কাড়াকাড়ি পড়বে স্বাভাবিক ছিল, পড়েছেও। অ্যাডিডাস, পুমা, নাইকি হয়ে আরও সব বড় প্রতিষ্ঠান নেমেছিল লড়াইয়ে। আর্লিং হালান্ডকে পণ্যদূত করতে শেষ পর্যন্ত জয়টি হয়েছে নাইকির। নরওয়েজিয়ান সেনসেশনের আগের পৃষ্ঠপোষকও ছিল ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক এই প্রতিষ্ঠান।
২০২২ সালের জানুয়ারিতে শেষ হয়ে যায় হালান্ডের সঙ্গে নাইকির চুক্তি। এরপর অ্যাডিডাস, পুমার জুতা পরেও খেলেছিলেন ম্যানচেস্টার সিটির তারকা। নতুন করে আবারও ফিরলেন নাইকিতে। দুপক্ষের চুক্তিটা এবার হয়েছে ১০ বছরের। প্রতি বছর হালান্ড ট্যাকে ঢুকবে ২ কোটি ৩০ লাখ ইউরো; যা বর্তমান সময়ে পণ্যদূত হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ।
দুর্দান্ত মৌসুম পার করা সিটিজেনদের গোলমেশিনের সঙ্গে নাইকির চুক্তির খবরটি দিয়েছে ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট দ্য অ্যাথলেটিক। এই মুহূর্তে ফুটবলারদের মধ্যে পণ্যদূত হিসেবে হালান্ডের চেয়ে দামি চুক্তি আছে শুধু নেইমারের। পুমার দূত হিসেবে বছরে ২ কোটি ৬০ লাখ ইউরো পান নেইমা