নয়াপল্টনে সমাবেশের অনুমতি পেল বিএনপি
সাদাকালো নিউজ
শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর নয়া পল্টনে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে, এ ক্ষেত্রে ২৩ শর্ত দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
কমিশনার বলেছেন, আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন ও বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগকে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ও বিএনপিকে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে, সমাবেশ করতে গিয়ে জনগণের জানমালের নিরাপত্তা এবং রাস্তায় চলাচলে যেন বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতে ২৩ শর্ত দেওয়া হয়েছে। সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।