
নতুন শিক্ষা কারিকুলাম কি চায় জাতীয় শিক্ষক ফোরাম?
সাদাকালো নিউজ
নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করে দেশের অধিকাংশ মানুষের চিন্তা চেতনা অনুযায়ী প্রণয়ন করার আহ্বান জানিয়েছেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান।
তিনি বলেন, নতুন শিক্ষা কারিকুলাম শিক্ষার্থীদের ভিন্ন সংস্কৃতিতে ধাবিত করছে। এ জন্য দেশের অধিকাংশ অভিভাবক তাদের আদরের সন্তানদের নিয়ে খুবই চিন্তিত।
তিনি আরো বলেন, দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে নতুন শিক্ষা কারিকুলাম সম্পূর্ণ অনুপযুক্ত। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এটি বাতিলের কোনো বিকল্প নেই। কারণ উন্মুক্ত মতামত গ্রহণ করলে দেশের অধিকাংশ জনগোষ্ঠী এই শিক্ষানীতি ও সিলেবাস প্রত্যাখান করবে।
জাতীয় শিক্ষক ফোরামের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেক্রেটারী জেনারেল প্রভাষক আব্দুস সবুরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়ল সহ-সভাপতি মাওলানা এবিএম জাকারিয়াসহ অনেকে।
নেতৃবৃন্দ আগামী ১৯ জানুয়ারি ২০২৪ ইং শুক্রবার সকাল ৯ টায় জাতীয় শিক্ষক ফোরাম এর আয়োজনে “নতুন শিক্ষা কারিকুলাম: বাংলাদেশের ভবিষ্যৎ” শীর্ষক জাতীয় সেমিনার রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।