নতুন নায়কের খোঁজে জাজের বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক!
রাকিবুল ইসলাম
দেশের বৃহত্তম চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। প্রতি বছর নতুন মুখ নিয়ে হাজির হয় প্রতিষ্ঠানটি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। নতুন নায়ক খুঁজছে জাজ মাল্টিমিডিয়া।
তবে এবার নিজেদের প্রযোজিত বারুদ সিনেমার নতুন নায়ক খুঁজতে ফেসবুকে ব্যতিক্রমী এক বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। যা নিয়ে হইচই পড়ে গেছে। শুরু হয়েছে বির্তক।
প্রার্থীর যে বৈশিষ্ট্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক সেটি হলো – আগ্রহীকে হতে হবে কালো বা শ্যামলা, ফর্সা চলবে না! অনেকে এই লাইটটুকুকে বর্ণবৈষম্যর নতুন মাত্রা হিসেবে দেখছেন।
জাজ মাল্টিমিডিয়া বলছে, ‘বাংলার প্রথম নন-গ্ল্যামার হিরো’ উপহার দেয়ার জন্যই এমন বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। তবে এতেও বিতর্ক থামেনি। অনেকে প্রশ্ন তুলেছেন, তবে কি কালো বা শ্যামলা মানেই নন-গ্ল্যামার?
১৭ এপ্রিল জাজ মাল্টিমিডিয়ার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয় বিতর্কিত সেই বিজ্ঞপ্তিটি। যেখানে বলা হয়, আচ্ছা নায়ক মানেই কি সুন্দর চেহারার কেউ? তা কেন হবে? আমরা সবাই তো আমাদের জীবনের নায়ক। আর আমরা সবাই কি লম্বা, ফর্সা, শ্যামলা, সুন্দর দেহের অধিকারী? না। আমাদের মাঝে অনেকেই লম্বা না, ফর্সা না, এমনকি চেহারাও ভালো না ।
জাজ এমনই এক নায়ক খুঁজছে। যাকে দেখতে সুন্দর হওয়ার বাধ্যবাধকতা নেই। জাজ প্রযোজিত ও সৈকত নাসির পরিচালিত বারুদ সিনেমার জন্য এক নতুন মুখ খুঁজছি। বিজ্ঞপ্তিটিতে কেমন নায়ক খোঁজা হচ্ছে তাঁর বর্ণনাও দেয়া হয়।