নতুন গাড়ি নিয়ে মাঠে সাকিব, দাম শুনেই অবাক!
নাফিজা আক্তার
দেশের ক্রিকেটে ‘পোস্টার বয়’ খ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান। প্রায় প্রতিনিয়ত মাঠ এবং মাঠের বাইরের বিভিন্ন বিষয় নিয়ে খবরের শিরোনাম হন তিনি। তেমনই এবার আরেক কারণে শিরোনামে এলেন জাতীয় ক্রিকেট দলের এই অলরাউন্ডার।
সম্প্রতি নিজের নতুন গাড়ি নিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে আসেন সাকিব। যে গাড়িটিতে করে সাকিব এসেছিলেন সেটির নাম বিএমডব্লিউ এক্স সেভেন। গাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় পৌনে চার কোটি টাকা। সাকিব মাস খানেক আগে গাড়িটি কিনলেও সেটিতে এখনো কোনো নাম্বার প্লেট লাগানো হয়নি।
জানা গেছে, সাকিবের আরও বেশ কয়েকটি প্রাইভেট গাড়ি আছে। যেগুলো তিনি মাঝেমধ্যে ব্যবহার করে থাকেন। কিছুদিন আগে ব্যাংকিং জগতে প্রবেশ করেছেন সাকিব। এছাড়াও স্বর্ণ আমদানি ও বিপনন, শেয়ার বাজার, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুঁচের খামারসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে সাকিবের। দেশের বাইরে যুক্তরাষ্ট্র, সৌদিআরবসহ বিভিন্ন দেশে বিরাট অংকের বিনিয়োগও করেছেন অলরাউন্ডার। তবে সবকিছুকে ছাড়িয়ে দেশের পুঁজিবাজারে বড় প্রভাবক হয়ে উঠেছেন সাকিব। এখানে বড় অংকের অর্থ লগ্নি করেছেন সাকিব।
চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) মাঝ পথে দল ছাড়ে সাকিব। সে সময় বিসিএলের দায়িত্বে থাকা বিসিবি চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী জানিয়েছিলেন, সাকিবের তেমন কোন ইনজুরির সমস্যা নেই। জানা গেছে, ঢাকায় এসে বিপিএলের প্রস্তুতিতে মনোযোগ দেবেন তিনি।
জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেট তিনি যখন যেখানে গেছেন সেখানেই আলোচনায় ছিলেন। দীর্ঘদিন পর বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে ফরম্যাটে অংশ নিয়েছেন এই অলরাউন্ডার। মাঠে নেমেই বিসিএলের সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন তিনি।
মহমারি এবং টি-টোয়েন্টির ভীড়ে অনেকদিন হলো ওয়ানডে ফরম্যাটে দেখা যায়নি সাকিবকে। তাই নিজেকে ঝালিয়ে নিতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাটে বলে ঝলক দেখিয়েছেন তিনি। দুই ম্যাচে খেলেছেন সেন্ট্রাল জোনের হয়ে।