ধার-দেনায় জর্জরিত এক বাবার পাশে র্যাপার বাদশা
রাকিবুল ইসলাম
গান নিয়ে যতই বিতর্কে জড়ান না কেন, নিজের বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে আবারও নেটিজেনদের মন জয় করে নেন বলিউডের জনপ্রিয় র্যাপার বাদশা। কিছুদিন আগে একটি দুর্ঘটনায় আহত হওয়া ভাইরাল খুদে শিল্পী সহদেবের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এবার ‘ইন্ডিয়া গট ট্যালেন্ট’ রিয়ালিটি শোয়ের মঞ্চে রাজস্থানি এক দুস্থ লোকগান শিল্পীকে সাহায্যের প্রতিশ্রুতি দিলেন বাদশা।
সম্প্রতি শোয়ের মঞ্চে পারফর্ম করতে এসেছিলেন ইসমাইল খান লাঙ্গা নামে রাজস্থানের একটি লোকগানের দল। গান গেয়ে বিচারকের আসনে থাকা কিরণ খের, শিল্পা শেঠি এবং বাদশার প্রশংসায় ভাসেন তারা।
অনুষ্ঠানটিতে লোকগান দলের একজন সদস্যের মাথায় পাগড়ি ছিলো না। এমনটা দেখে প্রশ্ন করেন অভিনেত্রী শিল্পা শেঠি, উত্তরে ওই ব্যক্তি জানান, মেয়ের বিয়ের জন্য তাকে অনেক ধার-দেনা করতে হয়েছে। তাই পাগড়ি পরতে পারবেন না তিনি। করোনার দীর্ঘ লকডাউনে উপার্জন বন্ধ হয়ে গিয়েছিলো তার। এ কারণে ধার-দেনা শোধ করতে পারেননি তিনি।
শিল্পীর এমন আর্থিক দুরবস্থার কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন বাদশা। বিচারকের আসন ছেড়ে মঞ্চে গিয়ে ওই শিল্পীর মাথায় পাগড়ি বেঁধে দেন। এরপর বাদশা বলেন, যদি অনুমতি পান তবে তাঁর মেয়ের বিয়ের জন্য যা ধার-দেনা হয়েছে তার সব তিনি পরিশোধ করে দেবেন। বাদশার এমন প্রস্তাবে কেঁদে ফেলেন মঞ্চে থাকা শিল্পীরা।
পরে ধন্যবাদ জানিয়ে সেই শিল্পী বলেন, লোকগান শোনানোর জন্য দলের সঙ্গে তিনি ১৭টি দেশ ঘুরেছেন। কিন্তু ইন্ডিয়া গট ট্যালেন্ট তার কাছে আশীর্বাদ স্বরূপ। বাদশা যা বললেন তা তিনি প্রত্যাশাও করেননি। এর জন্য গায়কের কাছে চির কৃতজ্ঞ থাকবেন তিনি।
এর আগে ‘বাচপান ক্যা পেয়ার’ গানের শিল্পী সহদেবের সড়ক দুর্ঘটনার খবর জানিয়ে তার পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন বাদশা। টুইটারে তিনি লেখেন, ‘সহদেবের পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছি। এখনো অজ্ঞান অবস্থায় রয়েছে সে, হাসপাতালের দিকে যাচ্ছে। আমি ওর পাশেই আছি। সবাই প্রার্থনা করুন।’ তবে এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে ছোট্ট সেই সহদেব।
বর্তমানে বাংলাদেশেও বেশ জনপ্রিয় র্যাপার বাদশা। মূলত ‘লাল গেন্দা ফুল’ গানটির মাধ্যমে বাংলাদেশে ব্যাপক পরিচিতি পান তিনি। কিছুদিন আগে ঢাকার এক ব্যবসায়ী পরিবারের গায়ে হলুদের অনুষ্ঠান মাতিয়ে গেছেন তিনি। বাদশা ছাড়াও সেই হলুদের আসরে ছিলেন আরও তিনি হলিউড সঙ্গীত তারকা। সবাই মিলে দুর্দান্ত সব পরিবেশনার মাধ্যমে মাতিয়ে রাখেন দর্শক শ্রোতাদের।
বাদশার মূল নাম আদিত্য প্রতীক সিং সিসোডিয়া। তবে মঞ্চ নাম বাদশাতেই বেশি পরিচিত তিনি। ভারতীয় এই র্যাপার একাধারে গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক। তিনি হরিয়ানি ও পাঞ্জাবি গানের জন্য বিখ্যাত।