ধানমন্ডিতে সড়কের গাছ কাটার প্রতিবাদে সমাবেশ
সাদাকালো নিউজ
ডিভাইডার করা এবং সড়ক উন্নয়নের নামে রাজধানীর ধানমন্ডি সাতমসজিদ রোডে রাতের অন্ধকারে সব গাছ কেটে ফেলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
রোববার (৭ মে) বিকেলে তারা ধানমন্ডির সাতমসজিদ রোডে এ প্রতিবাদ সমাবেশ করে। এসময় গাছ রক্ষায় সমাবেশ থেকে কয়েকটি দাবি জানানো হয়।
দাবিগুলো হলো, গাছকাটা বন্ধ করে দ্রুত কাটা গাছের স্থানে দেশীয় প্রজাতির গাছের চারা রোপণ করা, সড়কে গাছ রেখেই সড়কদ্বীপের উন্নয়ন করতে হবে, উন্নয়নের নামে গাছ কাটা বন্ধ করতে হবে।
গ্রীন ভয়েসের উদ্যোগে হওয়া প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কোনোভাবেই ধানমন্ডির বিভিন্ন সড়কে গাছকাটা থামছে না। ইতোমধ্যে ধানমন্ডি সাতমসজিদ রোডের বহু গাছ কেটে ফেলা হয়েছে। যে গাছগুলো এখনও অক্ষত আছে, সেগুলোও দুর্বৃত্তরা রাতের অন্ধকারে কেটে ফেলতে পারে। সড়কদ্বীপ ও সড়ক উন্নয়নের নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক নিয়োগ করা ঠিকাদার প্রতিষ্ঠান সাতমসজিদ রোডের গাছ রাতের অন্ধকারে কেটে ফেলেছে।
প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যে সিটি করপোরেশন গাছের মর্ম বোঝে না, গাছের মূল্য বোঝে না, সেই সিটি করপোরেশন আমাদের না।
সমাবেশে সভাপতিত্ব করেন গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির। সঞ্চালনায় ছিলেন গ্রীন ভয়েসের সহ-সমন্বয়ক হুমায়ুন কবির সুমন।
আলমগীর কবির বলেন, ৭ মে ছিলো প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস। দিবসটি পালনের মূল উদ্দেশ্য মানুষকে বৃক্ষ রক্ষায় সচেতন করা। পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা জানানো। বৃক্ষ রক্ষায় সচেতনতা বাড়াতে প্রতিবছর মে মাসের ৭ তারিখ পালন করা হয় প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস।
সমাবেশে আরও বক্তব্য দেন নাট্যকার ও অভিনেতা মামুনুর রাশিদ, সাবেক ছাত্রনেতা ও লেখক রুস্তম আলী খোকন, বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, নারী পক্ষের শিরিন আক্তার, সাতমসজিদ রোড গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজীব, জলবায়ু পরিবর্তন নীতি বিশ্লেষক জাকির হোসেন, বাপার নির্বাহী কমিটির সদস্য ড. মাহবুব হাপসেন ও ইবনুল সাঈদ রানা, পরিবেশ বীক্ষণ এর মাহমুদা দীপা, ছাত্র ইউনিয়নের তামজীদ হায়দার চঞ্চল, উন্নয়ন কর্মী ফজিলা খানম, রাজনৈতিক কর্মী মনীষা মজুমদার।