‘দ্রব্যমূল্য নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে’
সাদাকালো নিউজ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি নিয়ে বিএনপি সমাবেশ করেছে। কিন্তু দেশের মানুষ ভালো আছে।
রবিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ‘৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি।
প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, বাঙালিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু যদি দেশের মানুষের জন্য স্বাধীনতা রক্ষা না করতেন তাহলে দেশের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য কিছুই থাকতো না। ৭ মার্চের ভাষণ লিখিত ছিল না, বঙ্গবন্ধুর ভাষা ছিল সহজ সরল সাধারণ মানুষের ভাষা।
হাছান মাহমুদ বলেন, ‘দুঃখজনক হলেও সত্যি ৭ মার্চ বিএনপি পালন করে না। বঙ্গবন্ধু দেশের মানুষকে বলে দিয়েছিলেন যুদ্ধের মধ্যে দিয়ে এদেশ স্বাধীন করতে হবে। ৭ মার্চের ভাষণের পরে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সারাদেশের মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনীকে হটিয়ে দেশ স্বাধীন করে। এটা অস্বীকার করা যাবে না। ৭ মার্চ বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হয় না।’
বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিএনপি দেশব্যাপী সমাবেশ করছে। গত কয়েক বছরে সমস্ত পৃথিবীতে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। ভারত-পাকিস্তান যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। কিন্তু সেই তুলনায় বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম তেমন বাড়েনি। দেখতে হবে মানুষের ক্রয় ক্ষমতা ও বেড়েছে কি না।