দ্য রাইটারের নতুন জুটি অধরা-আদর
সাদাকালো নিউজ
আগামী ২ জুন মুক্তি পাবে অধরা খানের ‘সুলতানপুর’ ঠিক সুলতানপুরের উত্তেজনার মাঝেই নতুন খবরের শুধু অংশই হলেন না এই নায়িকা, রীতিমতো লাইট ক্যামেরা অ্যাকশনের নিচে সময় কাটছে।
ধামরাইয়ের ফিল্ম ভ্যালিতে ‘রাইটার’ সিনেমার শুট করেছেন। যেখানে চিত্রনায়ক আদর আজদের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন অধরা খান।এটি পরিচালনা করছেন অপূর্ব রানা।
সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে অধরা বলেন, ‘সিনেমায় আমার চরিত্রের নাম সিসিলি। এখানে আদর একজন লেখক, আমি তাঁর স্ত্রী চরিত্রে অভিনয় করছি। সিনেমায় লেখকের বাইরের সত্তার বাইরের যে একতি নিভৃত ব্যক্তিজীবন রয়েছে, সেই ব্যক্তিজীবনের সংখ্য দরজা রয়েছে; রয়েছে সুখ দুঃখ, ব্যথা বেদনা এসবই উঠে আসবে। আর ব্যক্তিজীবনের অন্যতম সঙ্গী তাঁর স্ত্রী। স্বাভাবিকবে এসব সমীকরণ বিশ্লেষিত হবে।’
এই সিনেমায় আরো অভিনয় করেছেন শিরিন শিলা, ডেভিড আজাদ, তনিমা, জয়রাজ, শিবা শানু প্রমুখ।