দেশে মূল্যস্ফীতি বাড়লেও নিয়ন্ত্রণে আছে: পরিকল্পনামন্ত্রী
সাদাকালো নিউজ
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে মূল্যস্ফীতি বেড়েছে ঠিকই, তবে বাজার ব্যবস্থাপনার মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, নিত্যপণ্যের বাজার সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তাছাড়া মানুষ বাজারে গিয়ে মালপত্র কিনেই বের হচ্ছেন। মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। বাজারে ট্রাকে ট্রাকে মালপত্র বিক্রি হচ্ছে।
বুধবার (২ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সভায় উন্নয়ন বাজেট বা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) উপস্থাপন শেষে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, রপ্তানির বাজারে শ্রমবাজার ও পণ্যের বাজারও ইতিবাচক হয়েছে। সার্বজনীন পেনশন সকল মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
এক প্রশ্নে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সব থেকে ব্যয়বহুল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে মোট ব্যয় এক লাখ ১৩ হাজার কোটি টাকারও বেশি। এর নব্বই ভাগ টাকা ঋণ দিয়েছে রাশিয়া। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেন যুদ্ধের কোনো প্রভাব পড়বে না। আমরা সবসময় শান্তির পক্ষে, যুদ্ধের বিরুদ্ধে। আমরা শান্তিকামী দেশ। তবে রাশিয়া সবসময় বাংলাদেশের পাশে আছে। স্বাধীনতা যুদ্ধের সময় রাশিয়া আমাদের সহযোগিতা করেছে।