‘দেশের মুক্তিকামী মানুষ আন্দোলনের সফলতার দিকে তাকিয়ে আছে’
সাদাকালো নিউজ
দেশের মুক্তিকামী মানুষ আন্দোলনের সফলতার দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন। যুগপৎ আন্দোলনের কর্মকৌশল ঠিক করতে গণফোরাম ও পিপলস পার্টির সঙ্গে বিএনপির এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যুগপৎ আন্দোলনের প্রয়োজনীয় কর্মসূচি দরকার। সেটা নিয়ে বৈঠকে আমরা আলোচনা করেছি। দেশের মুক্তিকামী মানুষ আন্দোলনের সফলতার দিকে তাকিয়ে আছে। যুগপৎ আন্দোলনের দলগুলো আমরা সবাই কাঁদে কাঁদ মিলিয়ে, হাতে হাত ধরে চলছি। বিজয় না আসা পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে।
তিনি বলেন, বৈঠকে চলমান যুগপৎ আন্দোলনকে কিভাবে আরও শক্তিশালী করা যায়, বেগবান করা যায়, কিভাবে দেশের মানুষের মুক্তির আন্দোলনকে সফল পরিণতির দিকে নিয়ে যাওয়া যায়, আন্দোলনের গতি প্রকৃতি কী হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করেছি।
তবে কি কি কর্মসূচি হচ্ছে তা তিনি জানাননি।
গণফোরামের সভাপতি মোস্তফা মহসীন মন্টু বলেন, ‘চলমান আন্দোলন জোরদার করার জন্য আজকে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আমরা আলোচনা করছি। এই আলোচনা ফলপ্রসূ হয়েছে।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।