‘দেশি-বিদেশি চক্রান্ত সব সময় থাকে, ওসবে ভয় করি না’
সাদাকালো নিউজ
জাতীয়-আন্তর্জাতিক চক্রান্ত সব সময় থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি ওসবে ভয় করি না।’
বুধবার সকালে গোপালগঞ্জ জেলা, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী একথা বলেন। টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আগের দিন মঙ্গলবার পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ভাঙ্গায় একটি জনসভায় যোগদান করেন। পরে তিনি টুঙ্গিপাড়ায় যান এবং সেখানে নিজ বাসভবনে রাত্রিযাপন করেন।
বেলা ১১টায় টুঙ্গিপাড়ার নিজ বাড়ি থেকে উপজেলা আওয়ামী লীগ কার্যলয়ে যান প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছার পর স্থানীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে বঙ্গবন্ধুকন্যাকে বরণ করে নেন।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘গত ১৪ বছরে গণতন্ত্রের মধ্য দিয়ে অর্থনৈতিক উন্নতি করেছি। মানুষের কল্যাণে যা যা করা দরকার, করছি। প্রত্যেক এমপিকে নিজ এলাকার মানুষকে দেখতে হয়। আর আমাকে দেখতে হয় ৩০০ আসনের মানুষকে।’
টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষ তাকে বারবার নির্বাচিত করছে মন্তব্য করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘তারা আমাকে দেখে। তাই নিবেদিতপ্রাণ হয়ে দেশের জন্য কাজ করতে পারি।’
প্রধানমন্ত্রী মতবিনিময় সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।