দেবের আবদার ফেরাতে পারেননি শ্রাবন্তী
সাদাকালো নিউজ ডেস্ক
‘কিশমিশ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত টলিউড অভিনেতা-প্রযোজক দেব। সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করছেন তার লেডি লাভ রুক্মিনী মৈত্র। তবে এই সিনেমার কল্যাণেই অভিনেত্রী শ্রাবন্তীর কাছে আবদার করে বসেন দেব। আর দীর্ঘদিনের বন্ধু বলে কথা, আবদার ফেরাতেও পারেননি শ্রাবন্তী।
নবাগত পরিচালক রাহুল মুখোপাধ্যায় এই ছবিতে তিন সময়কালের গল্প বলছেন। ‘কিশমিশ’ সিনেমায় অতিথি শিল্পীর ভূমিকায় দেখা যাবে একঝাঁক টলি তারকাকে। যিশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্তরা এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ করেছেন। দেবের ‘ডান্স ডান্স জুনিয়র ২’-এর দুই খুদে তারকা লাড্ডু আর উদিতাও আগেভাগেই দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছে এই ছবির জন্য।
‘কিশমিশ’-এর সেটে হাজির হচ্ছেন শ্রাবন্তীও। হ্যাঁ, ‘দুজনে’ জুটিকে এই ছবিতে ফের একসঙ্গে দেখবে দর্শক। যদিও একটি ক্যামিও চরিত্রেই অভিনয় করছেন শ্রাবন্তী। কিন্তু বন্ধু দেবের আবদার ফেরাতে পারেননি। শুধু শ্রাবন্তীই নন, ‘কিশমিশ’-এ অতিথি শিল্পীর ভূমিকায় দেখা যাবে অঙ্কুশকেও! এটি প্রযোজনাও করছেন দেব।
এরপর ‘খেলাঘর’ সিনেমায় দেখা যাবে দেব-শ্রাবন্তীকে। সিনেমাটি পরিচালনা করছেন ‘সাঁঝবাতি’ খ্যাত পরিচালক জুটি শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়। খুব শিগগির এ সিনেমার শুটিং শুরু হবে।
এর আগে,২০১৫ সালের দুর্গাপুজা রিলিজ ‘শুধু তোমারই জন্য’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছে দেব-শ্রাবন্তী জুটিকে।