দুর্বল তফসিলি ব্যাংক একীভূত করতে চায় বাংলাদেশ ব্যাংক
সাদাকালো নিউজ
চলতি বছর কিছু দুর্বল তফসিলি ব্যাংককে একীভূত করার পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
তিনি বলেন, “চলতি অর্থবছরের জানুয়ারি-জুন দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে সাড়ে ৭ শতাংশ। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৬ দশমিক ৫ শতাংশ। একই সঙ্গে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ১ শতাংশ কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ আর সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৩১ শতাংশ থেকে কমিয়ে ২৭ দশমিক ৮ শতাংশ করা হয়েছে। তবে নীতি সুদহার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে।”
বাজারে ডলার সরবরাহের বিকল্প নেই জানিয়ে গভর্নর জানান, সার্বিক পরিস্থিতিতে আগামী ২-৩ মাসের মধ্যে আর্থিক খাতের অবস্থা ভালো হবে। এ ছাড়া মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে অভ্যন্তরীণ ঋণ কমানো হলেও বিনিয়োগ বা কর্মসংস্থানে প্রভাব পড়বে।
তিনি বলেন, দেশে ডলারের দাম নিয়ন্ত্রণে ক্রলিং পেগ পদ্ধতিতে দাম নির্ধারণ করা হবে। এক অর্থবছরেই ১৮ বিলিয়ন ডলার কমেছে অবকাঠামো উন্নয়নে। এক বছরে এতটা ব্যয়ের জন্যই রিজার্ভ সংকট সৃষ্টি হয়েছে। গত তিন বছরে বাংলাদেশ ব্যাংক বাজারে ২৮ বিলিয়ন ডলার বিক্রি করেছে। তবে সে অনুযায়ী ডলার আসছে না। ব্যাংকগুলো প্রয়োজনে ডলার কেনার কারণে নগদ সংকটে পড়েছে। এটাও সমাধান হয়ে যাবে।
অর্থনীতির ভাষায় ক্রলিং পেগ হলো নিজের দেশের মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি; যেখানে একটি নির্দিষ্ট বিনিময় হারসহ একটি মুদ্রাকে একটি সীমার মধ্যে ওঠানামা করার অনুমতি দেয়া হয়।
এখানে মুদ্রার হারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা নির্ধারণ করা থাকে ফলে হার একবারেই খুব বেশি বাড়তে পারবে না, আবার কমতেও পারবে না।
মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে গভর্নর আরও বলেন, এবারের মুদ্রানীতির মূল লক্ষ্য মূল্যস্ফীতি প্রশমন করা। মুদ্রানীতির প্রভাব অর্থনীতিতে পড়তে অনেক সময় লেগে যায়। এতে মূল্যস্ফীতি কমতে সময় লেগেছে। তবে নভেম্বর থেকে মূল্যস্ফীতি কমতে শুরু করেছে।
আর বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাবিবুর রহমান জানিয়েছেন, চলতি বছরের ৯ জানুয়ারি পর্যন্ত দেশের রিজার্ভ ২৫.৫৬ বিয়িলন ডলার। আইএমএফের হিসাব অনুযায়ী রিজার্ভ ২০.৩২ বিলিয়ন ডলার।