দুদিন পর আর ক্যাপ্টেন খুঁজে পাবেন না, শান্তকে সরানোর প্রশ্নে বাশার
বর্তমানে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সমস্যা হলো তার প্রধান কাজ ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিতে পারছেন না তিনি। যার ছাপ পড়ছে দলের ওপর। গত ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটে অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই অধারাবাহিক শান্ত। এই অবস্থায় প্রশ্ন উঠেছে ব্যাটার শান্তর ওপর অধিনায়কত্বের চাপ নিয়ে।
তিন ফরম্যাটে শান্তর নেতৃত্ব নিয়ে কি ভাবছে বিসিবি। শান্তকে কি সরানোর কথা ভাবছে তারা। শুক্রবার এমন প্রশ্নের উত্তর দিয়েছেন সাবেক অধিনায়ক ও নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। শান্তর ওপর চাপ কমানোর আহ্বান তার। তবে নেতৃত্ব থেকে সরানো নিয়ে আছে বাশারের আলাদা পরামর্শও।
শান্তর নেতৃত্ব প্রশ্নে বাশার বলেন, ‘শান্ত আমাদের সেরা ব্যাটসম্যান। কিন্তু ওর সেই ব্যাটিংটা আমরা দেখতে পাচ্ছি না। ওর কাছে দলের প্রত্যাশা অনেক বেশি থাকে। ও সেভাবেই তৈরি হয়েছে, সেভাবেই পারফর্ম করে আসছিল। অধিনায়কত্ব ওর ওপর চাপ সৃষ্টি করছে কি না… তিনটা ফরম্যাটে অধিনায়কত্ব করা আসলেই চ্যালেঞ্জিং। অধিনায়ক যেই থাকুক না কেন, তাকে যদি আমরা সবসময় চাপে রাখি, তাহলে তার কাজটা কঠিন হয়ে যায়।’
শান্তকে সরিয়ে অন্য কাউকে নেতৃত্বে আনলে তার ওপরও চাপ পড়বে বলে মনে করেন বাশার, ‘এখন এটা শান্তর সঙ্গে হয়েছে, পরবর্তীতে যে আসবে তার ক্ষেত্রেও হবে। এটাই মনে হয় আমাদের সংস্কৃতি যে, অধিনায়ক হলেই তাকে আমরা চাপে ফেলে দেই।’
শান্তর জায়গায় কাউকে আনা যায় কিনা এমন প্রশ্নে বাশার বলেন, ‘শান্তকে তো পরিবর্তন করাই যায়। কিন্তু পরিবর্তনের আগে ভাবতে হবে, পরে যে আসবে তার সঙ্গেও আমরা এমন করব কি না। তার সঙ্গেও যদি আমরা এমন করি, তাহলে তো দুইদিন পর আর ক্যাপ্টেন খুঁজে পাবেন না।’
অধিনায়কত্ব নিয়ে বাশার আরও বলেন, ‘কোনো দলের ক্ষতি করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই দলের অধিনায়কের পেছনে লাগা। ক্যাপ্টেন আনসেটলড হলে দলের সেটলড পারফরম্যান্স করা কঠিন। একজন অধিনায়ককে আমরা বিবেচনা করব দুই বছর পর।’
শান্তকে এক ফরম্যাট থেকে সরিয়ে দেওয়া নিয়ে বাশার বলেন, ‘আমাদের হাতে খুব একটা অপশন আছে সেটাও কিন্তু নয়। সিনিয়ররা সবাই কম-বেশি চলে গেছে। বদল করতে চাইলে সমস্যা নেই। শান্তর জন্য তিনটা ফরম্যাট হয়তো কঠিন হতে পারে। কারণ এখন আমরা প্রচুর ক্রিকেট খেলি। তিনটা ফরম্যাট একজনের জন্য চাপ হয়ে যায়। তার পারফরম্যান্সে চাপ পড়তে পারে। সেই চাপ কমানোর জন্য একটা ফরম্যাটে যদি অন্য কাউকে (অধিনায়কত্ব) দেওয়া যায়, সমস্যা তো দেখি না। তবে অন্য যেই অধিনায়ক হোক, তাকে সহযোগিতা করতে হবে।’