দুই জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে
সাদাকালো নিউজ
উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। দেশের দুই জেলায় এর প্রভাব অনেক বেশি পড়তে পারে।
সোমবার (২৪ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আজ সন্ধ্যায় উপকূলে আঘাত হানবে। এটি সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে। দেশের ১৩টি জেলায় ঘূর্ণিঝড়টি মারাত্মক আঘাত হানতে পারে। তবে বরগুনা সদর ও পটুয়াখালীর কলাপাড়াতে এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিপদ সংকেত কত পর্যন্ত যেতে পারে? জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এটা মহাবিপদ সংকেত পর্যন্ত যেতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, সিত্রাং বড় আকারের ঘূর্ণিঝড়। তিনটি কারণে এর প্রভাব অনেক বেশি হতে পারে। এগুলো হলো, ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশ, অমাবস্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের আধিক্য।
আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান বলেন, সিত্রাংয়ের মূল শরীর এখনও অনেক দূরে। সেটি সামনে আসার পর পরিস্থিতি আরও নাজুক হতে পারে।