দর বৃদ্ধির কারণ জানে না বঙ্গজ লিমিটেড
সাদাকালো নিউজ
সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত বঙ্গজ লিমিটেডের শেয়ারদর বৃদ্ধি ও অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হয়েছে। তবে এ বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে গতকাল ডিএসইর মাধ্যমে জানিয়েছে কোম্পানিটি।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ৯ মে থেকে ডিএসইতে ঊর্ধ্বমুখী রয়েছে বঙ্গজ লিমিটেডের শেয়ারদর। এদিন লেনদেন শুরুর আগে কোম্পানিটির শেয়ারদর ছিল ১১৭ টাকা ৮০ পয়সা। ১৩ জুন কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়ায় ১৬৭ টাকা ২০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পাটির শেয়ারদর বেড়েছিল ৪৯ টাকা ৪০ পয়সা বা ৪১ দশমিক ৯৪ শতাংশ। তবে গত তিন কার্যদিবস লেনদেন শেষে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ১৮ টাকা ৬০ পয়সা কমে দাঁড়িয়েছে ১৪৮ টাকা ৬০ পয়সায়।