দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ড
সাদাকালো নিউজ
দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানির ইউনিট দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। ফান্ডটি ১৬০ বারে ২ লাখ ৩ হাজার ৮৮৪ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৩০ লাখ টাকা।
দরপতন তালিকায় দ্বিতীয় স্থানে মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৪৫ বারে ১ লাখ ১৪ হাজার ৮৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৮ লাখ টাকা।
পতন তালিকায় তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল পলিমারের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৯১ বারে ৩ লাখ ৭৮ হাজার ২২৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪ লাখ টাকা।
রোববার দরপতন তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে -গ্লোবাল ইন্স্যুরেন্সের ১.৯৯ শতাংশ, সিলভা ফার্মার ১.৯৯ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ১.৯৮ শতাংশ, ইউনিক হোটেলের ১.৯৮ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ এবং সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর ১.৯৮ শতাংশ কমেছে।