দরপতনের শীর্ষে বিকন ফার্মা
সাদাকালো নিউজ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে বিকন ফার্মা লিমিটেড। আজ শেয়ারটির দর ২৬ টাকা বা ৭.৯৩ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, রোববার কোম্পানিটি সর্বশেষ ৩০১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৭১৪ বারে ৩ লাখ ৯৩ হাজার ৯৫০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ২৮ লাখ টাকা।
সানলাইফ ইন্স্যুরেন্স লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৫ টাকা ২০ পয়সা বা ৭.৪৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ৯০ পয়সা বা ৬.৯৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ১২ টাকা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- ফ্যাস ফিন্যান্স, পেপার প্রসেসিং, সোনারগাঁও টেক্সটাইল, ইন্দো-বাংলা ফার্মা, মালেক স্পিনিং, তমিজউদ্দিন টেক্সটাইল ও সিলভা ফার্মা লিমিটেড।