দরপতনের শীর্ষে তাল্লু স্পিনিং
সাদাকালো নিউজ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার দরপতনের শীর্ষে রয়েছে তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর ২০ পয়সা বা ২ শতাংশ কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৮৩ বারে ৩ লাখ ৮ হাজার ২১৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩০ লাখ টাকা।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২ টাকা ৪০ পয়সা বা ২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১১৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
ইস্টার্ন লুব্রিকেন্টস দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ৩৯ টাকা বা ২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১ হাজার ৯১৩ টাকা দরে লেনদেন হয়।
মঙ্গলবার দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স,জেনেক্স ইনফোসিস, অ্যাপেক্স ট্যানারি, ন্যাশনাল টি, ইফাদ অটোস ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।