দক্ষিণ এশিয়ায় ভোজ্যতেলের দাম কেমন?
রাকিবুল ইসলাম
দেশে ভোজ্যতেলের দাম আকাশছোঁয়া। দফায় দফায় দাম বেড়ে এখন লিটার প্রতি সয়াবিন তেলের ১৯৮ টাকা। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ সাধারণ ভুক্তরা। এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় এখনও আমাদের দেশে ভোজ্যতেলের দাম অনেক কম। ৮ই মে পর্যন্ত ভারত এবং ভুটান বাংলাদেশের চেয়ে কম দামে সয়াবিন তেল বিক্রি হয়েছে ।
মার্কেটইনসাইডার-এর তথ্যানুযায়ী, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান এবং মালদ্বীপে ভোজ্যতেলের দাম বেশি। তবে, সাম্প্রতিক অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কা, নেপাল এবং আফগানিস্তানের মতো দেশগুলো সুবিধা পাবে বলে ধারণা করা যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশে বোতলজাত সয়াবিন তেলের মূল্য লিটার প্রতি ৩৮ টাকা বাড়ানো হয়েছে ।
তবে, মাথাপিছু জিডিপির পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। ভারতে ৮ই মে পর্যন্ত প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হয়েছে ২ দশমিক ২১ ডলার মূল্যে। এছাড়া পাম তেল প্রতি লিটারে ২ দশমিক ২ ডলারে বিক্রি হয়েছে। যা বাংলাদেশের চেয়ে বেশি।
অপরদিকে পাকিস্তানে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ২ দশমিক ৮৪ ডলার এবং পাম তেলের দাম প্রতি লিটার ২ দশমিক ৬২ ডলার ছিল। যা বাংলাদেশের চেয়ে বেশি।শ্রীলঙ্কায়ও প্রতি লিটার সয়াবিন ৪ দশমিক ২০ ডলার ও পাম তেল ৩ দশমিক ২০ ডলারে বিক্রি করা হচ্ছে।
প্রতিবেশী দেশ নেপালে, সয়াবিন তেল লিটার প্রতি ২ দশমিক ৫৭ ডলার এবং পাম তেল ৩ দশমিক ৯১ ডলারে বিক্রি করা হচ্ছে, যা বাংলাদেশের চেয়ে বেশি।