দক্ষিণ আফ্রিকার ৫৭৫, জবাব দিতে নেমেই বাংলাদেশের হোঁচট
সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ নিয়ে চট্টগ্রাম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে টাইগার বোলাররা সে লক্ষ্যে দলকে ভালো শুরু এনে দিতে পারেননি। তাইজুল ইসলাম ৫ উইকেট তুলে নিতে খরচ করেছেন ১৯৮ রান। অন্য বোলাররাও দুই হাতে রান বিলিয়েছেন। তাতে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করতে পেরেছে দক্ষিণ আফ্রিকা।
অথচ এই রানপাহাড় টপকানোর চ্যালেঞ্জ নিয়ে ব্যাটিংয়ে নেমেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ রান তুলতেই খুইয়ে বসেছে দুই উইকেট।
৬ বল খেলে রানের খাতা না খুলেই ফিরে গেছেন সাদমান ইসলাম। কাগিসো রাবাদার করা বল তার ব্যাটের আলতো ছোঁয়া পেয়ে ঠাঁই নেয় উইকেটকিপার কাইল ভেরেইনের গ্লাভসে। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় প্রোটিয়ারা। তাতেই নিশ্চিত হয় সাদমানের ইনিংসের সমাপ্তি।
তিনে নেমে ক্রিজে থিতু হতে পারেননি জাকির হাসান। সেই রাবাদা-ভেরেইন কম্বিনেশনে তাকেও সাজঘরের পথ ধরতে হয়েছে। এবার অবশ্য আম্পায়ার আঙুল উঁচিয়েছিলেন, তাতে অসম্মতি জানিয়ে রিভিউ নেন জাকির। তাতে তার ইনিংস দীর্ঘ হয়নি, বরং ইনিংসের শুরুতেই একটি রিভিউ খুইয়েছে দল।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে তিন সেঞ্চুরিতে ৫৭৫ রানের পাহাড়সম স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা। টনি ডে জর্জি (১৭৭), ট্রিস্টান স্টাবস (১০৬) এবং উইয়ান মালডাররা (১০৫) বাংলাদেশের বোলারদের ‘শাসন’ করে দলকে বড় স্কোর এনে দিতে ভূমিকা রাখেন।
উল্লেখ্য, দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ঢাকায় সাত উইকেটে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ।