তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত ৪৩০০ ছাড়াল
সাদাকালো নিউজ
ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভোর ৪টা ১৭ মিনিটে ঘুমাচ্ছিলেন সীমান্তের দুই দিকে তুরস্ক ও সিরিয়ার বাসিন্দারা। এ সময় শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে ওই জনপদে।
ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮।
ভূমিকম্পের পরে আরও অর্ধশতবার পরাঘাত অনুভূত হয়। ভূমিকম্পে দুই দেশের সাড়ে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। বহু মানুষ নিখোঁজ। অসংখ্য ভবন ও অবকাঠামো ধসে পড়েছে। আহত ব্যক্তিদের আহাজারি চলছে হাসপাতালে।
ভূমিকম্পের কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গাজিয়ানতেপ। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমন সোইলু বলেন, ভূমিকম্প এত শক্তিশালী ছিল যে ১০টি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে। এগুলো হলো গাজিয়ানতেপ, কাহরামানমারা, হাতায়, ওসমানিয়ে, আদিয়ামান, মালাতিয়া, সানিলুফরা, আদানা, দিয়ারবাকির ও কিলিস। ভোররাতের ওই ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ৭ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্র ছিল দিয়ারবাকির।
ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে তুরস্ক ও সিরিয়া ছাড়াও লেবানন ও সাইপ্রাস এমনকি তুরস্ক থেকে বহু দূরে থাকা ডেনমার্কের গ্রিনল্যান্ডে ভূকম্পন অনুভূত হয়। তুরস্ক–সিরিয়ায় সোমবার আঘাত হানা এ ভূমিকম্প এর আগে বিশ্বের বিভিন্ন দেশে ‘প্রলয়ংকরী’ যেসব ভূমিকম্প আঘাত হেনেছিল, তার স্মৃতি ফিরিয়ে এনেছে।