তুরস্কের নির্বাচনে এরদোয়ানের ভাগ্য নির্ধারণ আজ
সাদাকালো নিউজ
তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে দ্বিতীয় দফা ভোটগ্রহণ। স্থানীয় সময় রবিবার (২৮ মে) সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হবে।
এর আগে ১৪ মে দেশটিতে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফা ভোটে পার্লামেন্টে স্পষ্ট সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে এরদোয়ানের দল ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার জন্য বাধ্যতামূলক ৫০ শতাংশ ভোট পাননি বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি পেয়েছিলেন ৪৯.৪ শতাংশ ভোট।
তাই প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণকারী ৪ ব্যক্তির মধ্যে শীর্ষ দুই ব্যক্তি এরদোয়ান ও কিলিচদারোগ্লুর মধ্যে দ্বিতীয় দফা ভোট হতে যাচ্ছে। কিলিচদারোগলু প্রথম দফা নির্বাচনে প্রেসিডেন্ট পদে পেয়েছিলেন ৪৪.৯৬ শতাংশ ভোট। তিনি আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের প্রতিষ্ঠিত দল সিএইচপির প্রধান।
এবারের দ্বিতীয় দফা নির্বাচনে শুরুতেও প্রথম ধাপে ৫.১৭ শতাংশ ভোট পাওয়া ওগানের সমর্থন পেয়ে কিছুটা নির্ভারই রয়েছেন এরদোয়ান। বিপরীতে কিলিচদারোগ্লু পেয়েছেন তুরস্কের অভিবাসী বিরোধী পার্টির নেতা উমিত ওজদাগের সমর্থন। এবার অভিবাসী বিরোধী তুর্কিদের সমর্থন আদায়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে সিরীয় শরণার্থীদের তিনি বাড়ি পাঠাবেন।
তবে প্রথম ধাপের নির্বাচনেও স্পষ্ট হয়েছে, আজকের ভোটে কে বিজয়ী হতে যাচ্ছে, তা অনুমান করা কঠিন।