তিন দিক থেকে চলছে রুশ আক্রমণ, সর্বোচ্চ চাপে ইউক্রেন
সাদাকালো নিউজ
ইউক্রেনের উপর রাশিয়ার সামরিক অভিযানের আজ ১০ দিন চলছে। বিবিসির খবরে জানা গেছে, এক সপ্তাহের অধিক চলমান এই অভিযানে আজ শনিবার ভোর সকালেও থেমে নেই দুই পক্ষের সেনাদের লড়াই।
তবে এই লড়াইয়ে সব দিক থেকে এগিয়ে আছে রাশিয়া। আর রাশিয়ার সেনাদের প্রতিনিয়ত গোলাবর্ষণে ইউক্রেনের শহরগুলো আছে ব্যাপক চাপের মুখে।
ইউক্রেন বলছে, রাশিয়ান সেনারা শুধু সামরিক অবস্থান নয়, বেসামরিক অবস্থান লক্ষ্য করেও নির্বিচার আক্রমণ চালিয়ে যাচ্ছে। তাঁদের এই নির্বিচার আক্রমণে বিভিন্ন শহরের পাশাপাশি, কৃষ্ণসাগরীয় উপকূলে অবস্থিত ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহরগুলো আছে সবচেয়ে বেশি চাপে।
এদিকে, রুশ সেনারা ইতমধ্যে দক্ষিণ-পূর্বের বন্দর নগরী মারিওপোল দখল করছে। আর এই অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেতে শহরটির মেয়র মানবিক সাহায্যে করিডর তৈরির আকুতি জানিয়েছেন।
সামরিক বিশ্লেষকরা ধারনা করছেন, রাশিয়ার মারিওপোল নগরী দখলের মাধ্যমে ইউক্রেন তাদের অন্যতম একটি বড় বন্দরের নিয়ন্ত্রণ হারিয়েছে। আর এই নগরীর সঙ্গে ক্রিমিয়া এবং দোনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রে করিডর তৈরি করবে রাশিয়া।
গতকাল শুক্রবার (৪ মার্চ) ইউক্রেনে অবস্থিত ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝঝিয়া দখল করে নিয়েছে রুশ বাহিনী। এর আগে তারা ওই বিদ্যুৎকেন্দ্রে গোলা ছুড়েছিল। এতে কেন্দ্রে আগুন ধরে গেলেও পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই কেন্দ্রে কোন পারমানবিক তেজস্ক্রিয়তার ঘটনা ঘটেনি এবং সেখানে থাকা কর্মকর্তারা কেন্দ্রটির তদারকি অব্যাহত রেখেছেন।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের আকাশকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো-ফ্লাই জোন) ঘোষণার দাবি জানালে পশ্চিমা বিশ্ব বারবার তা নাকোচ করে দেয়। এতে করে প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমাদের এই সিদ্ধান্তকে নিন্দা জানিয়েছেন।