ঢাকায় ফিরছে মানুষ, এখনো অনেকে যাচ্ছে
সাদাকালো নিউজ
নির্ধারিত ছুটি শেষ হওয়ায় পরিবার-পরিজন নিয়ে ঢাকায় ফিরছে মানুষ। নদী পারাপারে কিছুটা বিঘ্ন ঘটলেও সড়কপথে যানজট-ভোগান্তি ছাড়ায় ফিরতে পেরেছেন বলে জানান সবাই।
এদিকে, ঈদের আগে যেতে না পারা অনেককেই বুধবার (১৩ জুলাই) গ্রামের বাড়ি যেতে দেখা গেছে।
বুধবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ভোর থেকেই দূরপাল্লার পরিবহনগুলো ঢাকায় প্রবেশ করতে শুরু করেছে।
মঙ্গলবার (১২ জুলাই) রাতে ছেড়ে আশা বাসগুলো নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় পৌঁছে গেছে। ফেরিপথে কিছুটা যানজট থাকলেও সড়কপথে যানজটের কবলে পড়তে হয়নি বলে জানান যাত্রীরা।