ড. হাছান মাহমুদকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
সাদাকালো নিউজ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
রবিবার (১৪ জানুয়ারি) এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি।
টুইটে তিনি বলেন, “পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় ড. হাছান মাহমুদকে অভিনন্দন। ভারত ও বাংলাদেশের মৈত্রী আরও গভীর করতে আমরা একসঙ্গে কাজ করার বিষয়ে প্রত্যাশা করছি।”
এদিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আজ নিজ দফতরে সাংবাদিকদের ড. হাছান মাহমুদ বলেছেন দেশকে এগিয়ে নিতে হলে অর্থনৈতিক কূটনীতিভাবে শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, “নির্বাচন নিয়ে সব দেশে কমবেশি প্রশ্ন থাকে, তবে সরকার কোনো চাপ অনুভব করছে না। আমরা কারো চাপ অনুভব করছি না।”
টানা দ্বিতীয় এবং সবমিলে তৃতীয়বারের মতো মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ড. হাছান মাহমুদ। একাদশ জাতীয় সংসদে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা হাছান এবার সামলাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত আওয়ামী লীগের মনোনয়নে চট্টগ্রাম-৬ আসন থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন ড. হাছান মাহমুদ।
এ সময় শেখ হাসিনার তৃতীয় মন্ত্রীসভায় ২০০৯ সালের ৮ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, একই বছরের ১ আগস্ট থেকে ২০১১ সালের ২৮ নভেম্বর পর্যন্ত বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে একই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) আসন থেকে নির্বাচিত হন।
দশম জাতীয় সংসদে তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
একাদশ জাতীয় সংসদে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও চট্টগ্রাম-৭ আসন থেকে চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে শপথ নেন ড. হাছান মাহমুদ।
বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।