ডেঙ্গুতে একদিনে আরও ১২ জনের মৃত্যু
সাদাকালো নিউজ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১২ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩৬৪ জনের মৃত্যু হলো। বৃহস্পতিবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য থেকে এসব জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৯৫৯ জন। এরমধ্যে এক হাজার ৯৭ জন ঢাকার। এক হাজার ৮৬২ জন অন্যান্য বিভাগের।
স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯ হাজার ৭৯০ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই চার হাজার ৪৬০ জন। বাকি পাঁচ হাজার ৩৩০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭৮ হাজার ২৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৬৭ হাজার ৮৭৪ জন।