ডিসেম্বরে রাজপথ দখল করবে আ.লীগ: কাদের
সাদাকালো নিউজ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে এখন ছাড় দিচ্ছি। কিন্তু ডিসেম্বরে ছাড় দেয়া হবে না। ডিসেম্বরে রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে।
শনিবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বাড্ডায় ঢাকা উত্তর আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশ ও মিছিলে’ তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আদালত বাতিল করে দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা জাদুঘরে চলে গেছে। এটি বাংলাদেশে আর ফিরে আসবে না।
নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খেলা হবে, হাওয়া ভবনের যুবরাজের ষড়যন্ত্রের বিরুদ্ধে খেলা হবে, বিএনপির আগুন- সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। আপনারা প্রস্তুত থাকুন।
ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।