ডিএসই’র ভুলে দেড় ঘণ্টা পর লেনদেন চালু, দুঃখ প্রকাশ
সাদাকালো নিউজ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মার্কেট অপারেশন ডিপার্টমেন্টের ভুলে (৩০ অক্টোবর) সকালে লেনদেনে বিঘ্ন ঘটেছে। বিনিয়োগকারীরা সময়মতো লেনদেন করতে পারেননি।
লেনদেন শুরুর আগে ডিএসই’র মার্কেট অপারেশন ডিপার্টমেন্ট ভুলবশত সকল সিকিউরিটিজের ওপর সার্কিট ব্রেকার আরোপ করে। এর ফলে মার্কেট বন্ধ রাখা হয়। তবে, সমস্যা সমাধান করে দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টায় ডিএসইতে পুনরায় লেনদেন চালু হয়েছে।
ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মাহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার প্রযুক্তিগত ত্রুটির কারণে লেনদেন বন্ধ থাকেনি। ডিএসইর মার্কেট অপারেশন ডিপার্টমেন্ট ভুলবশত ৭০টি সিকিউরিটিজের পরিবর্তে সব সিকিউরিটিজের ওপর সার্কিট ব্রেকার আরোপ করে। এর ফলে মার্কেট বন্ধ রাখা হয়। এই ভুল সংশোধন করে মার্কেট সকাল সাড়ে ৯টার পরিবর্তে বেলা ১১টায় চালু হয়। ফলে, রোববারের লেনদেন ২টা ৩৫ মিনিট পর্যন্ত চলবে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ডিএসই কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ করছে।
এর আগে ডিএসই কর্তৃপক্ষ ওয়েবসাইটে জানিয়েছিল, ১০টায় লেনদেন শুরু হবে। কিন্তু, কারিগরি ত্রুটির সমাধান না হওয়ায় ডিএসইতে লেনদেন চালু হয়নি। সকাল ৯টা ৫০ মিনিটে পুনরায় ঘোষণা দেওয়া হয়, কারিগরি ত্রুটি সারিয়ে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু করা হবে। কিন্তু, ওই সময়েও লেনদেন শুরু হয়নি। পরে ১০টা ৩১ মিনিটে ডিএসই জানায় যে, বেলা ১১টায় লেনদেন শুরু হতে পারে।
আজকের লেনদেন শুরু না হওয়ার বিষয়ে সাবভ্যালি সিকিউরিটিজের ব্র্যাঞ্চ ম্যানেজার মো. শহীদুল ইসলাম বলেছেন, ‘সকাল থেকেই সফটওয়্যারে কোনো আদেশ দিতে পারছি না, ক্রয় কিংবা বিক্রয় উভয় ক্ষেত্রেই। শুধু আমাদের হাউজেই এ সমস্যা কি না, তা নিশ্চিত হওয়ার জন্য আরও কয়েকটি হাউজে যোগাযোগ করেছি। সবাই একই সমস্যার মধ্যে আছে। ডিএসই জানিয়েছিল, সকাল ১০টায় লেনদেন শুরু হবে। কিন্তু, সে সময়েও লেনদেন শুরু হয়নি। তবে, বেলা ১১টায় ডিএসইতে লেনদেন শুরু হয়েছে।’
এর আগে সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ৫৮ মিনিটে কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন বন্ধ হয়। পরে ৩ ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টার পর দুপুর ২টা ১০ মিনিটে লেনদেন পুরনরায় চালু হয়। তবে, ডিএসই লেনদেনর সময় ২টা ২৫ মিনিট পর্যন্ত বাড়ায়। পোস্ট ক্লোজিং সেশন কমিয়ে ৫ মিনিট বা ২টা ৩০ মিনিট পর্যন্ত করা হয়। অন্যান্য দিনে লেনদেন দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত হয়ে থাকে।
এ ঘটনার কারণ খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তদন্ত কমিটির সদস্যরা হলেন—বিএসইসির পরিচালক আবুল হাসান, উপ-পরিচালক মুহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত, সিসিবিএলের সিটিও এম ইমাম হোসাইন, সিডিবিএলের জিএম মো. মঈনুল হক ও বিএসইসির সহকারী পরিচালক মুহাম্মদ দস্তগির হোসেন।