ডাচ-বাংলার মুনাফা ৫৫৫ কোটি, শেয়ারহোল্ডাররা পাবে ১১০ কোটি টাকা
সাদাকালো নিউজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংক সমাপ্ত অর্থবছরে অর্জিত মুনাফা থেকে ১১০ কোটি টাকা শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করার ঘোষণা দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র মতে, বিদায়ী অর্থবছরের ব্যাংকটি শেয়ারপ্রতি মুনাফা অর্জন করেছে ৮.৭৯ টাকা। ব্যাংকটিতে মোট রয়েছে ৬৩ কোটি ২৫ লাখ শেয়ার। এ হিসেবে কোম্পানিটি মোট মুনাফা অর্জন করেছে ৫৫৫ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার টাকা।
এদিকে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৭.৫০ শতাংশ বা ১.৭৫ টাকা করে লভ্যাংশ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। এ হিসেবে কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদের মোট ১১০ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করবে। যা মোট মুনাফার ১৯.৯১ শতাংশ।
এছাড়াও ব্যাংকটি তার শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ করে বোনাস লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি মুনাফার বাকি টাকা অর্থাৎ ৩৮২ কোটি ৪ লাখ টাকা বা ৬৮.৭১ শতাংশ রিজার্ভ ফান্ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।